জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এলো ৯০ কোটি ডলারের বেশি

প্রকাশ :

সংশোধিত :

চলতি মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় এসেছে মোট ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১২ কোটি ৯৬ লাখ ডলার।

আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, জানুয়ারির প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯০ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরিফ হোসেন খান জানান, শুধু ৭ জানুয়ারি একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৭০ লাখ ডলার। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

তিনি আরও জানান, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

এর আগে নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে দেশে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

সর্বশেষ খবর